শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, চিনা বাদাম, মসুর, মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৩ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, বকশীগঞ্জ উপজেলার ৮ হাজার ৭০০ জন কৃষককে প্রকারভেদে বীজ ও সার বিতরণ করা হবে। 

টিএইচ